বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল


নান্নু মিয়া,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘিওর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে  অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঘিওর বাসস্ট্যান্ড বিএনপি উপজেলা কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মোঃ সাইফ সানোয়ার।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক রেজাউল করিম জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সবুজ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ শরীফ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক, উপজেলা যুবদলের সদস্য মির্জা সালেম, ঘিওর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকুলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

Post a Comment

0 Comments