রাধাকান্তপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত


নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় শিবালয় উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উথুলি ও তেওতা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ পথসভা আয়োজন করা হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বক্তার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষক ভাইদের ঘরে ঘরে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারের কাছ থেকে অগ্রীম কৃষি পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি কৃষকরা ফসল ঘরে তোলার পর ন্যায্য মূল্যে বিএনপি  সরকার সেই ফসল কৃষকের ঘড় থেকে ক্রয় করবে। এছাড়া দেশের বেকার যুবক-যুবতীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। ৩১ দফার আওতায় বেকারদের জন্য চালু করা হবে বেকার ভাতা। যতদিন বেকারত্ব ভাই ও বোনেদের বিএনপি সরকার কর্মস্থান না করতে পারবে ততদিন এই ভাতা তারা গ্রহণ করতে পারবে”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কাজী মোস্তাক হোসেন (দিপু) আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল, মো. লোকমান হোসেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, মাসুদুর রহমান (মাসুদ) মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, মো. ফেরদৌস রহমান মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফ ইকবাল রনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মীর মানিকুজ্জামান (মানিক) ঘিওর উপজেলা বিএনপির সভাপতি, মো. হাবিবুল্লাহ নোমানী জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য, মো. আবদুল খালেক শিকদার সহ-সভাপতি কৃষক দল মানিকগঞ্জ জেলা, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, মো. হোসেন আলী শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক, মো. জানে আলম ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. রাজা মিয়া (মেম্বার) ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, মো. আমির হামজা পিন্টু মানিকগঞ্জ জেলা যুবদল, উথুলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুতফর রহমান সেন্টু, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবদুর রাজ্জাক, তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, উথুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির খান ,মোঃ মাজেদ মিয়া,সাংগঠনিক সম্পাদক, তেওতা ইউনিয়ন বিএনপিসহ তেওতা ও উথুলি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফাকে জনগণের মুক্তির রূপরেখা উল্লেখ করে বলেন, জনগণ যদি সুযোগ দেয় তবে বিএনপি সেই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।


Post a Comment

0 Comments