নান্নু মিয়া,স্টাফ রির্পেোটারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণা উপলক্ষে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৬নং চকমিরপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) চকমিরপুর ইউনিয়নের ৭,৮ও ৯নং ওয়ার্ডের মান্দার তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক জননেতা এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আইব রেজা , মানিকগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মালেক শিকদার, জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অ্যাডভোকেট গণি শিকদার, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. রহিম, কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, জিয়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বিশ্বাস,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া (মেম্বার), মানিকগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ।
সভায় বক্তারা বলেন, “রাষ্ট্র ব্যবস্থার ভাঙন ও গণতন্ত্রের সংকট মোকাবেলায় তারেক
রহমানের ৩১ দফা কর্মসূচি একটি যুগান্তকারী ঘোষণা। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের
রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুস্পষ্ট
দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
তারা আরও বলেন, বিএনপি জনগণের পাশে থেকে দেশের বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে
শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে দৃঢ়
প্রতিজ্ঞ। সভায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা
যায়।
অনুষ্ঠানে ৬নং চকমিরপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 Comments