নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ
ডিয়াবাড়ী মেট্রোরেল থেকে অটোরিকশা করে যাত্রী নিয়ে আশুলিয়া ষ্টানে পৌছালে আশুলিয়া ষ্টানের অটোচালক আলিম ও ফরহাদের নেতৃত্বাধীন অটোচালকরা সঙ্গবদ্ধ ভাবে, ডিয়াবাড়ী মেট্রোরেল এলাকার রিকশা চালকদের উপর মারপিট করে এমন অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশুলিয়া বাজার ষ্টানে ডিয়াবাড়ী মেট্রোরেল এলাকার অটোরিকশা চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই
বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৫ দুপুর ১২ টার দিকে আলিম গ্রুপের লোকজন সংঘবদ্ধ ভাবে তুরাগের বেড়ীবাঁধ গোলচত্তর এলাকায় মারামারি প্রস্তুুতি নেয়। এসময় সাংবাদিকরা উপস্থিত থাকায় আশুলিয়ার লোকজন স্থান ত্যাগ করে চলে যায়।
উত্তরার অটোচালকদের অভিযোগ আমরা যাত্রী নিয়ে আশুলিয়া গেলে ফিরতি পথে তারা আমাদের যাত্রী তুলতে দেয় না,অথচ তারা আমাদের মেট্রোরেল ষ্টেশন থেকে ঠিকই যাত্রী নিয়ে যায়। আমরা প্রতিবাদ করলেই আলিমের লোকজন আমাদেরকে মারধোর করে রিকশা আটকিয়ে রাখে,রিকশার সিট সহ স্পিয়ার চাকা খুলে রেখে দেয়। আবার মেট্রোরেল এলাকার অটোচালকরাও আশুলিয়ার রিকশা পেলে মারধোর সহ চাকা পাম্পসার করে ছেড়ে দেয় পাল্টাপাল্টি অভিযোগ তাদের রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে অটোচালক আলিম ও ফরহাদ গংদের পিছে কোন অশুভ শক্তি কাজ কোরতেছে, আওয়ামীলীগের সময় এভাবেই চালকদের উস্কানি দিয়ে ঝাঁমেলা পাকি পাকিয়ে আধিপত্য বিস্তার করে একটি চক্র চাঁদাবাজি করত। সেই লক্ষনই দেখা যাচ্ছে, এদেরকে এখনই না থামালে ভয়াবহ খুন খারাপির মতো ঘটনাও ঘটতে পারে। কেউ কেউ বলছে আলিম ও ফরহাদ দুজনকে ষ্টানে ঢুকতে না দিলে আর কোন গ্যাঞ্জাম হবে না।
0 Comments