নান্নু মিয়া,স্টাফ রির্পোটারঃ
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্যাতন, মিথ্যা মামলা ও নিপীড়ন মাথায় নিয়ে দলের প্রতি নিবেদিত থাকা সেই ত্যাগী নেতা এস এ জিন্নাহ কবির শেষে পেলেন দলের আস্থা ও মূল্যায়ন। সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগন্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবিরকে মানিকগন্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর ধরে ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন জিন্নাহ কবির। কখনো মিথ্যা মামলা, কখনো গ্রেপ্তার আতঙ্ক, কখনো হয়রানি—সবই তাকে হতাশ করতে পারেনি। দলের প্রতি অটল নিষ্ঠা ও সাংগঠনিক দায়িত্ব পালনে তিনি ছিলেন সবসময় সামনের সারিতে।
একজন প্রবীণ নেতা বলেন,“জিন্নাহ ভাই ১৭ বছর ধরে অপার বঞ্চনা সহ্য করেও দলের পতাকা বুকে ধরে রেখেছেন। আজকের এই মনোনয়ন আসলে ত্যাগী নেতৃত্বকে যথাযোগ্য সম্মান দেওয়ারই প্রমাণ।”
মনোনয়ন পাওয়ার পর এস এ জিন্নাহ কবির আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন,“আমার একটাই দোয়া—আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন। আগামী নির্বাচনে যদি জনগণ ধানের শীষকে বিজয়ী করেন, দেশমাতার নেতৃত্বে আমরা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে চাই।”
তার মনোনয়ন ঘোষণার পরই মানিকগঞ্জ-১ আসনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আশাবাদ।
একজন যুবনেতার ভাষায়,“এটা শুধু মনোনয়ন নয়, এটা ১৭ বছরের ত্যাগ ও নির্যাতনের স্বীকৃতি।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জিন্নাহ কবিরের নেতৃত্বে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনী মাঠ নতুন গতি পাবে। তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

0 Comments