নান্নু মিয়া,স্টাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া নৌ থানা পুলিশের সঠিক ও তাৎক্ষণিক অভিযানে ফেরিতে জুয়া খেলার সময় দুই জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে।
অদ্য ৪ জুলাই ২০২৫ ইং, রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসার পথে এনায়েতপুরী ফেরিতে জুয়া খেলার খবর পায় পুলিশ। সংবাদ পেয়ে পাটুরিয়া নৌ থানার সাহসী পুলিশ কর্মকর্তা এসআই (নি:) মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটে উপস্থিত হন এবং ফেরিতে অভিযান চালান।
অভিযানে মো: আইয়ুব আলী (৪২), পিতা: মৃত সওদাগর মুন্সি, গ্রাম: সুমেজ ঘর, তেওতা এবং মো: সামাদ (৩৪), পিতা: মো: হোসেন আলী, গ্রাম: তেঘরী উভয়েই শিবালয় উপজেলার বাসিন্দা, তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক সেট তাস, নগদ ১,৪০০ টাকা ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও দুইজন জুয়াড়ি পালিয়ে যায়।
এ বিষয়ে এসআই মাসুদ রানা জানান, ফেরিতে এ ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। ফেরির পরিবেশ নিরাপদ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments