ঘিওর বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা এস. এ. জিন্নাহ্ কবীর


নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ জেলার ঘিওর বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব এস. এ. জিন্নাহ্ কবীর।তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “এই দুঃসময়ে আমরা রাজনীতি নয়, মানবিকতা নিয়ে আপনাদের পাশে আছি। জনগণের কষ্টে আমরা মুখ ফিরিয়ে রাখতে পারি না।”

জনাব জিন্নাহ্ কবীরের সাথে এসময় উপস্থিত ছিলেন,জনাব মোস্তাক হোসেন দিপু, আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুবদল,জনাব মোঃ মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা কৃষকদল,জনাব মোঃ মানিকজ্জামান মানিক, সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি,জনাব মোঃ লোকমান হোসেন, সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি,মোঃ ফেরদৌস রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি,জনাব জানে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাবিএনপি নেতারা সরকারের প্রতি দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান এবং দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments