ঘিওরে বালুমহাল ইজারা দেয়ায় স্থানীয়দের মাঝে ভাঙন আতংক


নান্নু মিয়া,স্টাফ রিরির্পোটারঃ

বিধিনিষেধ থাকলেও মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধরনগর গ্রামে বালুমহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক ঘেরা এলাকাটিকে বালু উত্তোলণের জন্য ইজারা দেওয়ায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এলাকাবাসী একাধিকবার জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন, তবুও তা উপেক্ষিত থেকে গেছে বলে অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীধরনগর বালুমহালটির চারপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। মাত্র ৪০০ মিটারের মধ্যে একটি মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬০০ মিটারের মধ্যেই রয়েছে একটি আঞ্চলিক মহাসড়ক। এলাকাবাসীর দাবি, এসব স্থাপনার এত কাছাকাছি বালু উত্তোলণ ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। আইনের ৬২ নম্বর ধারার ৪ উপধারা অনুযায়ী, এক কিলোমিটার বা নির্ধারিত সীমানার মধ্যে যদি সেতু, রাস্তা, আবাসিক এলাকা, সরকারি বা বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থাকে, তবে সেখানে বালু বা মাটি উত্তোলণ সম্পূর্ণ নিষিদ্ধ। কালু ফকির, আশ্রাব, রমজানসহ একাধিক এলাকাবাসী বলেন, প্রতিবছর ড্রেজিংয়ের কারণে নদী ভাঙছে।

Post a Comment

0 Comments