তুহিন হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: ধামরাই মডেল প্রেসক্লাব


নান্নু মিয়া,স্টাফ রির্পোটারঃ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে ধামরাই মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ধামরাই বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরী, সদস্য জয়ন্ত, সদস্য আলমগীর, সদস্য নান্নু মিয়া সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।” তারা তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন। একইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

সভায় সাংবাদিকরা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও তারা অন্যায়ের বিরুদ্ধে কলমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন।

 

Post a Comment

0 Comments