“গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা” – চকমিরপুরের বিএনপি সভায় নেতাদের প্রত্যয়




নান্নুি মিয়া,স্টাফ রির্পেোটারঃ

মানিকগন্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়াড বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ১৮ জুলাই ( শুক্রবার ) বিকাল ৪ ঘটিকায় চরমাস্তুল প্রথমিক বিদ্যালয় মাঠে বাংলোদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা প্রচারণা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যমানিকগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জননেতা এস এ জিন্নাহ কবির। উক্ত অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মানিকগঞ্জ জেলা বি এন পির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ লোকমান হোসেন


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএপির সভাপতি মীর মাকিনুজ্জামান (মানিক), দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, মোঃ আইয়ুব আলী দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সায়েদ সানোয়া, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা শাখার অন্যতম যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ আলামিন, শিবালয় উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ হোসেন আলী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া, মহিলা দলের নেত্রী মোসাম্মৎ শিল্পী আখতার, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, মানিকগন্জ কোটের অতিরিক্ত বিপি এডভোকেট রবিউল আহমেদ গোলাপ, জিয়ানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদুর রহমান, জিয়ানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান শেখ, জিয়ানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাশেদ সহ জেলা উপজেলা ইউনিয়নের নেতাকর্মী ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, " তারেক রহমানের ৩১ দফা দেশের জন্য একটি রূপকল্প। এটি বাস্তবায়িত হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে।"আয়োজকরা জানান, এই প্রচারণা সভার মাধ্যমে জনগণের মাঝে তারেক রহমানের রূপরেখা ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।উল্লেখ্য, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার হিসেবে ইতিমধ্যেই দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও ঐক্য মতে আহ্বান জানান

Post a Comment

0 Comments