নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ
মানিকগঞ্জের ঘিওর থানার বানিয়াজুরি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর তরা কুটাই আমবাগান বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জননেতা এস এ জিন্নাহ কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলাকার উদীয়মান রাজনৈতিক সংগঠক আমীর হামজা পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোস্তাক হোসেন দিপু আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল মোহাম্মদ রাজা মিয়া স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির বাংলাদেশ কৃষক দলের সদস্য মোসলেম উদ্দিন যুবদলের সদস্য।
বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে একটি যুগান্তকারী রূপরেখা, যা বাস্তবায়ন হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা পাবে।”
এসময় গ্রামের নারী-পুরুষ, যুবক, প্রবীণসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ সমস্যা, প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ রকম উঠান বৈঠকের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করে রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে এবং জনগণকে আগামী আগামী নির্বাচনে জন্য প্রস্তুত করা হচ্ছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
0 Comments