কালিগঙ্গা নদীর পার থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: মোঃ নাহিদহোসেনের বিরুদ্ধে কৃষিজমি ধ্বংসের অভিযোগ


নান্নু মিয়া, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিদাম নগরে ধলেশ্বরী নদীর শাখা থেকে ড্রেজার দিয়ে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ নাহিদ হোসেন। দীর্ঘ কয়েক বছর ধরে টানা এই কার্যক্রমের ফলে নদী তীরবর্তী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ঝুঁকিতে পড়েছে বসতবাড়িসহ সাধারণ মানুষের জীবন-জীবিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর শাখা থেকে একসাথে বেশ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। এই কাজের পেছনে রয়েছে মোঃ নাহিদ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর ছত্রচ্ছায়া। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন এলাকার নিচু জমি, খাদ ও পুকুর ভরাটের জন্য লাখ লাখ টাকার বিনিময়ে বালু সরবরাহ করছেন। তবে এই বালু উত্তোলনের জন্য যারা মূল্য দিচ্ছেন, তাদের সুবিধা হলেও আশেপাশের কৃষকরা হারাচ্ছেন তাঁদের ফসলি জমি ও নিরাপদ আবাসন।

একাধিক ভুক্তভোগী কৃষক জানিয়েছেন, এই ড্রেজার দিয়ে বালু তোলার ফলে ইতোমধ্যে ১৫-২০ জন কৃষকের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতীরের বসতভিটা ও আবাদযোগ্য জমি বাঁচাতে স্থানীয়রা প্রতিবাদ করলেও তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় নাহিদের লোকজনের পক্ষ থেকে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মোঃ নাহিদ হোসেনের রাজনৈতিক সংযোগ এবং প্রভাবশালী পরিচয়ের কারণেই তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এক সময়ের স্বৈরাচার সরকারের সময় থেকে শুরু হয়ে বর্তমানেও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মদদে এই বালু উত্তোলন অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। সরকার দলীয় ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা পেয়ে, আজও কালিগঙ্গা নদীর শাখা নদী থেকে অবাধে বালু উত্তোলন করে যাচ্ছেন মোঃ নাহিদ হোসেন।

 স্থানীয়দের দাবি:এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ফসলি জমি রক্ষায় অবিলম্বে ড্রেজার অপসারণ।মোঃ নাদিম হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

Post a Comment

0 Comments