নান্নু মিয়া,স্টাফ রির্পোটার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই অভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে একটি বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়।র্যালিটি ঘিওর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির মীর মানিকুজ্জামান মানিক।
এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল, বিজয় র্যালি ও শুভযাত্রা এসে একত্রিত হয় ঘিওর বাস স্ট্যান্ড এলাকায়। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এড. মিস্টার, সাধারন সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মো: মামুন মিয়া, সাংগঠিক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ জানে আলম, সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি,মোঃ রাজা মিয়া ( মেম্বার) , স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ মাসুদ আহম্মাদ, আহব্বায়ক ঘিওর উপজেলা যুবদল, সদস্য সচিব ঘিওর উপজেলা যুবদল, মোঃ শওকত মিয়া, আহব্বায়ক ঘিওর উপজেলা সেচ্ছাসেবকদল, মোঃ সবুজ বেপারী, যুগ্ন-আহব্বায়ক ঘিওর উপজেলা সেচ্ছাসেবকদল—প্রমুখ। র্যালিকে ঘিরে ঘিওর বাস স্ট্যান্ড ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণমানুষের অংশগ্রহণে প্রাণবন্ত।
0 Comments