বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা এস এ জিন্নাহ কবির




স্টাফ রির্পোটার, নান্নু ,মিয়াঃ

আজ ১৫ আগস্ট, দেশের রাজনীতিতে এক প্রভাবশালী নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। এ বিশেষ দিনে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নং সদস্য জনাব এস এ জিন্নাহ কবির তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

জিন্নাহ কবির তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য স্থান অধিকার করে আছেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানবিক মূল্যবোধের জন্য সংগ্রাম করে চলেছেন। তাঁর নেতৃত্ব এবং সাহসিকতা আমাদের প্রেরণা দেয়। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং শান্তিময় জীবন কামনা করি। আজকের এই বিশেষ দিনে তাঁর অবদান স্মরণীয় ও যুগান্তকারী।”

তিনি আরও যোগ করেন, বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের শেখায় যে রাজনৈতিক প্রতিকূলতা ও অনিয়মের মুখেও গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা সম্ভব। আমরা তাঁর পাশে দাঁড়িয়ে দেশের জন্য গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখব।”

৮০তম জন্মদিনে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ দিনটি পালন করে দলের নেতা ও কর্মীরা তাঁর অবদানের প্রতি সম্মান জানাচ্ছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা উদযাপন করছেন।

 

Post a Comment

0 Comments