নান্নু মিয়া,
স্টাফ রিপোর্টার:
আশুলিয়ার অন্যতম ব্যস্ত দুই মহাসড়ক “বাইপেল থেকে চন্দ্রা এবং বাইপেল থেকে আব্দুল্লাহপুর” বর্তমানে পরিণত হয়েছে চলাচলের জন্য চরম অনুপযোগী এক নরকে। দুই রুটজুড়ে
রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ভেঙে গেছে কার্পেটিং, উঠে গেছে বিটুমিনের
স্তর। বৃষ্টির সময় এই গর্তগুলো পানিতে
ভরে গিয়ে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কোথাও কোথাও গাড়ির চাকা পুরোপুরি ডুবে যাচ্ছে
কাদামাটির মধ্যে। এতে করে প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। গার্মেন্টস শিল্পঘন এই অঞ্চলে
প্রতিদিন হাজার হাজার শ্রমিক কাজে যাতায়াত করেন। কিন্তু চলাচলের এমন অবস্থায়
সময়মতো কাজে পৌঁছানো তাদের জন্য হয়ে উঠেছে কঠিন ও কষ্টকর। অনেক শ্রমিক জানাচ্ছেন, গর্ত এড়িয়ে চলতে গিয়ে রিকশা, বাইক ও বাসে প্রতিনিয়তই লাগছে ধাক্কা, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় চালকরা বলছেন, "এই রাস্তায় এখন আর রাস্তা নেই, শুধু গর্ত আর কাঁদা। দিনের শেষে গাড়ির চাকা খারাপ হয়, সাসপেনশন ভেঙে যায় এতে ক্ষতি আমাদেরই। কিন্তু কেউ দেখার
নেই।" নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস
কর্মী বলেন, "আমাদের মতো কর্মীরা ঠিক
সময়ে কাজে পৌঁছাতে পারছে না। এতে উৎপাদনেও প্রভাব পড়ছে। এই দুই রোডের অবস্থা পুরো
গার্মেন্টস শিল্প এলাকাকে পিছিয়ে দিচ্ছে।"
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়ক দুটির সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ
নেয়নি সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মাঝে মাঝে কিছু জায়গায় মাটি ফেলে কিংবা ইট দিয়ে
সাময়িকভাবে মেরামতের চেষ্টা করা হলেও তা এক-দুই দিনের মধ্যেই আবার আগের অবস্থায়
ফিরে যায়। পথচারী, শ্রমিক ও যাত্রীদের দাবি, দ্রুত এই দুই মহাসড়কের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করা হোক, যেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। নয়তো আশুলিয়ার মত
গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।
0 Comments