দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা আলোচনা সভা


নান্নু মিয়া, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে খলসি ১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত জেলা কমিটির ১নং সম্মানিত সদস্য জনাব এস এ জিন্নাহ কবির।

প্রধান অতিথির বক্তব্য বলেন:

" বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই দাবি শুধু বিএনপির নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। রাজপথে থেকে এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" বলেন এস এ জিন্নাহ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ লোকমান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,মোঃ ফেরদৌস রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি, মোঃ রাজা মিয়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি,সদস্য, ৫নং ওয়ার্ড বানিয়াজুরী ইউনিয়ন, সহ-সভাপতি.মানিকগঞ্জ জেলা শ্রমিক ফেডারেশন, ধামশ্বর ইউনিয়ন যুবদলের ভাইস প্রেসিডেন্ট মোঃ মাসুদ রানা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন খলসি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেত্রীবৃন্দ।

 

 

 

 

Post a Comment

0 Comments