গোপিনাথপুরে আতঙ্কের নাম আজম শেখ: অবৈধ বালু ব্যবসার গডফাদার


প্রতিবেদনে ছিলেন, বি চৌধুরীঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন উজানচর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় চলছে অবৈধ বালু উত্তোলনের ভয়াবহ দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আজম শেখের নেতৃত্বে, যেখানে আলম শেখ ও ওসমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।

প্রতিদিন দিনের আলোয়, প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নদী থেকে বালু তোলার কাটার মেশিনের সাহায্যে তোলা হচ্ছে বালু। এতে করে পরিবেশের চরম ক্ষতি যেমন হচ্ছে, তেমনি নদীভাঙনের ভয়াবহ ঝুঁকিতে পড়েছে স্থানীয় জনপদ। বহু কৃষিজমি ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে, এবং অনেক পরিবার গৃহহীন হওয়ার মুখে।

এলাকাবাসীর ভাষ্যমতে, এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে অবগত করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। বরং, বালু চক্রের বিরুদ্ধে মুখ খুললেই সাধারণ মানুষকে হুমকি-ধমকি দেওয়া হয়, এমনকি নির্যাতনের ঘটনাও ঘটে।

স্থানীয়দের দাবি, আজম শেখ, আলম শেখ ও ওসমানের নেতৃত্বে গড়ে ওঠা এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, গোপিনাথপুরের মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা দুঃসাধ্য হয়ে পড়বে। অবৈধ বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ, কৃষি ও জনজীবন ভয়াবহ হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও এই দুর্বৃত্তদের চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। আসলে মানুষ জানতে চায় এদের পিছনে শক্তিদাতা কারা। কোথা থেকে এত ইন্দন আসে।এরা মানুষকে মানুষ মনে করে না। শুধু তাদের পকেট ভারীর চিন্তা ভবনা। কাটার দিয়ে বালু তোলার আরেকটি নাম হলো আত্নঘাতী।

Post a Comment

0 Comments